জবি শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নেবে না সাদা দল
আসন্ন ১৯ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে (জবিশিস) অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। বিষয়টি জবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
সোমবার (১১ ডিসেম্বর) জবি সাদা দলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা, জাতীয় নির্বাচন নিয়ে প্রহসনসহ নানা প্রেক্ষাপটে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাদা দলের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলও আসন্ন শিক্ষক সমিতি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
সভায় মরহুম ভিসি ইমদাদুল হকের রুহের মাগফিরাত করা হয়। এছাড়া নবাগত ভিসি ও ট্রেজারারের নেতৃত্বে জবিতে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।
আগামী ১৯ ডিসেম্বর (বুধবার) জবিশিস নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নির্বাচন করবেন শিক্ষকরা। পদগুলো হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং সাধারণ সদস্য ১০ জন।
নির্বাচন উপলক্ষে গত ৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৬৬৭ জন।
নির্বাচনী তফসিল অনুযায়ী ১১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন শিক্ষকরা। মনোনয়ন পত্রের যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ওইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এমএল/এমএ