গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন
ফিলিস্তিনে স্কুল, হাসপাতাল, আশ্রয়কেন্দ্রসহ সাধারণ জনগণের ওপর ইসরায়েল কর্তৃক চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ের বাংলার পাদদেশে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অবিলম্বে গাজায় নৃশংসতা বন্ধ এবং গাজাবাসীর পক্ষে বিশ্বের মুসলিম দেশ ও ইউরোপীয়দের ভূমিকা পালন করার আহ্বান জানান এবং নেতৃবৃন্দ গাজাবাসীর দুঃখ দুর্দশায় সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যা আজ সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষের কাছে ইসরাইল কর্তৃক এই বর্বরোচিত হামলা ঘৃণারও যোগ্য নয়। আজ গাজায় নিহতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গাজার জনমানবের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পরেও তাদের এই ধ্বংসলীলা থামেনি কিন্তু এখানে শুধু তারা নয় তাদের দোসর হিসেবে যুক্তরাষ্ট্র ধ্বংসযজ্ঞের মূল রসদ যোগান দিচ্ছে। গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরাইল ফিলিস্তিনের চলমান যুদ্ধ বিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করেছে। এখানে পরিষ্কার যে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ইসরাইলের পাশে রয়েছে।
তিনি বলেন, আজ ফিলিস্তিনে নারী, শিশুরা আশ্রয় কেন্দ্রেও আজ নিরাপদ না। বোমা হামলার মাধ্যমে গাজার বিখ্যাত কবি ও গাজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যা করা হয়েছে। যিনি তার কবিতার মাধ্যমে মাধ্যমে বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনের দুর্দশার জানান দিতেন। সর্বোপরি ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক যে দুরবস্থার সৃষ্টি হয়েছে তা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আজ এই প্রতিবাদী মানববন্ধন থেকে অনতিবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির পক্ষে সংহতি জানাচ্ছি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘসহ বিভিন্ন সংগঠনের কাছে ইসরাইল ও ফিলিস্তিন সংঘাতের পরিসমাপ্তির দাবি জানাচ্ছি এবং গাজাবাসীর উপর এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
মানববন্ধনে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, ফিলিস্তিনের গাজায় যে ধ্বংসযোগ্য চলছে সেটা পুরোপুরি মানবতার বিরুদ্ধে। আজ যুক্তরাষ্ট্র আমাদের মানবতার কথা শেখায়। কিন্তু লক্ষ করলে দেখা যাই বিশ্বে যেখানে মানবতা লঙ্ঘন করা হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদপুষ্টতা রয়েছে। আজ আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাই।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদার সঞ্চালনায় মানব বন্ধনের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। এছাড়া মানববন্ধনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কেএইচ/এসকেডি