কারামুক্ত হলেও মানসিকভাবে বিপর্যস্ত খাদিজা
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে ৪৫০ দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। কারাগার থেকে বের হয়ে মুক্ত বাতাসে এলেও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি। এরপর সেখান থেকে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে দ্বিতীয় বর্ষের ২য় সেমিস্টার (ফাইনাল) পরীক্ষায় অংশ নেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও বেলা ১১টা ৩০ মিনিটে হলে প্রবেশ করেন খাদিজা। ১ বছর লস বা ড্রপ দিয়ে পরীক্ষায় বসলেন তিনি। অর্থাৎ তার জীবন থেকে একটি বছর হারিয়ে গেছে।
পরীক্ষা শেষে খাদিজা বলেন, আমার মুক্তির পেছনে গণমাধ্যমের অনেক ভূমিকা ছিল, তাই আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ। আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তাই এ মুহূর্তে আর কোনো কথা বলতে পারছি না।
আরও পড়ুন
এর আগে, মুক্তির পরপর কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে খাদিজা বলেন, আমার সঙ্গে অন্যায় হয়েছে। বিনা দোষে আমি প্রায় ১৫ মাস জেল খাটলাম। এর চেয়ে বেশি কিছু এখন বলতে চাই না। বলার মতো মন-মানসিকতা আমার নেই। ১৫ মাসে বাইরের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে।
খাদিজার বড় বোন সিরাজুম মুনিরা বলেন, খুব সকালে আমরা কারাগারে যাই। তারপর সকাল ৯টার দিকে কারা কর্তৃপক্ষ খাদিজাকে মুক্তি দেয়। খাদিজার মুক্তির পেছনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা ছিল অনেক।
গত ১৬ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় খাদিজার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করেন আপিল বিভাগ। এই আদেশের ফলে দুই মামলায় খাদিজাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। এর ধারাবাহিকতায় প্রায় এক বছর তিন মাস পর কারাগার থেকে মুক্তি পান তিনি।
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলা হয় রাজধানীর কলাবাগান থানায়, অন্যটি নিউমার্কেট থানায়। দুটি মামলার বাদীই পুলিশ।
গত বছরের মে মাসে এই দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
গত বছরের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।
এমএল/কেএ