উচ্চশিক্ষায় মেডিকেল হিউম্যানিটিজ বিষয়ের অন্তর্ভুক্তি খুবই জরুরি
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেছেন, প্রেসক্রিপশনে রোগীকে অ্যান্টিবায়োটিক না দিয়ে কতটা সুস্থ রাখা যায় এ ব্যাপারেই এই হেলথ হিউম্যানিটিজ ল্যাব আমাদের সহায়তা করবে। আমি মনে করি, উচ্চশিক্ষা কারিকুলামে মেডিকেল হিউম্যানিটিজ ও হেলথ হিউম্যানিটিজ বিষয়টি অন্তর্ভুক্ত করা এখন খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উত্তরা ইউনিভার্সিটির সাহসী ভূমিকা খুবই প্রশংসার দাবি রাখে। কারণ এই ইউনিভার্সিটিই প্রথম বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়াতে এমন একটি গুরুত্বপূর্ণ ল্যাব স্থাপনের মধ্য দিয়ে পাইওনিয়ার হিসেবে বিবেচিত হলো।
সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার তুরাগে উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হেলথ হিউম্যানিটিজ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এটিই দক্ষিণ এশিয়ার প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাব বলে জানিয়েছে উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এএমজেড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ সায়েম বলেন, কলাকে বাদ দিয়ে বিজ্ঞান কখনোই খুব সুন্দরভাবে সামনে এগোতে পারে না। স্বাস্থ্যের সঙ্গে সাহিত্যের যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি, উত্তরা ইউনিভার্সিটর বাংলা বিভাগে হেলথ হিউম্যানিটিজ ল্যাব স্থাপনের মধ্য দিয়ে এ বিষয়টি আরও পরিষ্কার হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে হেলথ হিউম্যানিটিজ এবং হেলথ হিউম্যানিটিজ ল্যাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উত্তরা ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষক ও মেডিকেল হিউম্যানিটিজ এবং ট্রমা স্টাডিজ গবেষক ফারাহ্ বিনতে বশির।
উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আরও বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।
এতে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি সামজীর আহমেদ।
এমএ