চবির শাটল ট্রেন থেকে পড়ে ১৫ শিক্ষার্থী আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাওয়ার পথে শাটল ট্রেনে গাছের ধাক্কায় ছাদে থাকা অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে ফতেয়াবাদ স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায়শই শাটলে জায়গা না থাকার কারণে শিক্ষার্থীরা ছাদে যাতায়াত করেন। তবে সম্প্রতি চৌধুরী হাঁট রোডের একটি গাছের ডাল নিচু হয়ে যায়। এ কারণে আজকে বিকেলেও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে রাতে অন্ধকার থাকার কারণে অনেক শিক্ষার্থী গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন। অনেকে ছাদ থেকে পড়েও যান। আহতদের ফতেয়াবাদ মেডিকেল ক্লিনিকে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জুনায়েদ খান বলেন, আমি ছাদ থেকে ৩ জনকে আহত অবস্থায় নামিয়েছি। এরমধ্যে দুজনের মাথা ফাটা ছিল। আরেকজন পায়ে আঘাত পান। ট্রেনের অন্য পাশ দিয়ে আরো ৩ জনকে নামানো হয়।
এমএসএ