দুই কর্মকর্তাকে মারধরকারী ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে আল্টিমেটাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে একই দিনে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতা রাজু মুন্সির বিরুদ্ধে। এদিকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কার্মচারীবৃন্দ।
সোমবার (২৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, নিরাপত্তা দপ্তর ও কাটা পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় রেজিস্ট্রার বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযুক্ত রাজু মুন্সি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা। তার বিরুদ্ধে শিক্ষককে মারধরের হুমকিসহ নানা অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল ঢাকা পোস্টকে বলেন, এসব ঘটনা রীতিমতো লজ্জাজনক। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষার্থী কর্তৃক এমন ঘটনা কল্পনার বাইরে। আমরা অভিযোগ দিয়েছি। আমাদের দপ্তরের সবাই মিলে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন। প্রতিকার না পেলে আমাদের পরবর্তী সিদ্ধান্ত আসবে।
গ্যাস, বিদ্যুৎ, পানি সেবা বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন সব সেবা চালু আছে। তবে আমাদের আল্টিমেটাম পর্যন্ত প্রতিকার না পেলে আমরা কাজ থেকে বিরত থাকব।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজু মুন্সি ঢাকা পোস্টকে বলেন, এরা দুজনই দুর্নীতিবাজ। তাদের অপকর্মের প্রতিবাদ করার কারণেই আমার বিরুদ্ধে এই অভিযোগ। তবে এসব নিয়ে আমি চিন্তিত নই। আমি তো জামাত-শিবির করি না। পুলিশ ধরে নিয়ে গেলে যাবে, ভয় পাই না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ পেয়েছি। উনাদের সঙ্গে আলাপ হয়েছে। সব কার্যক্রম স্বাভাবিক আছে। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয় থেকে মামলার প্রস্তুতি নিচ্ছি।
রুমান/এমজেইউ