বুটেক্সের টিটিসিএস ল্যাব এখন বিএবির অ্যাক্রিডিটেড
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের সার্টিফিকেট অর্জন করলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল টেস্টিং এন্ড কনসালটেশন সার্ভিস বা টিটিসিএস। আইএসও সনদপ্রাপ্ত বুটেক্সের এই ল্যাবে এখন থেকে আন্তর্জাতিক মানের প্রায় সকল ধরনের টেক্সটাইল টেস্টিং করা সম্ভব।
সোমবার (২৮ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানের হাতে বিএবি বা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের এই সার্টিফিকেট তুলে দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক শেখ ফয়জুল আমিন।
বুটেক্স থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্টিফিকেট তুলে দেওয়ার সময় বিএবির মহাপরিচালক এবং বুটেক্সের উপাচার্য উভয়ই একে অপরকে ভবিষ্যতে সহযোগিতার পূর্ণ আশ্বাস প্রদান করেন।
এ সময় বিএবির মহাপরিচালক আশা প্রকাশ করে বলেন, বুটেক্সের এই সার্টিফিকেট অর্জনের মধ্য দিয়ে দেশের টেক্সটাইল টেস্টিং জগতে নবযুগের সূচনা হলো। স্বল্পমূল্যে দেশি-বিদেশি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এখন থেকে বুটেক্সের টিটিসিএস থেকে সেবা গ্রহণ করতে পারবে।
কোয়ালিটি বজায় রেখে সেবা প্রদানের জন্য বুটেক্সের প্রতি আহ্বান জানান তিনি।
বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান বলেন, বুটেক্স কখনো কোয়ালিটিতে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। সেবা গ্রহিতাদের সরকারি প্রতিষ্ঠান বুটেক্স থেকে সেবা গ্রহণেরও উদাত্ত আহ্বানও জানান তিনি।
স্বল্পসময়ে স্বল্প খরচে বুটেক্সের টেক্সটাইল টেস্টিং সেবা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন বুটেক্সের উপাচার্য।
এসময় বুটেক্সের বিভিন্ন অনুষদের ডিন এবং টিটিসিএস ল্যাবের কর্মকর্তাদের পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএম/এমজে