যাকাত তহবিলের বৃত্তি পেলেন জবির ১৬৬ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত ‘যাকাত ও কল্যাণ তহবিল’ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।
বুধবার বৃত্তি প্রদান অনুষ্ঠানে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
অনুষ্ঠানে রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাকাত তহবিলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান।
এমএল/এসকেডি