সাত কলেজ ইস্যুতে ছাত্র ফ্রন্টের ৬ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে শ্রেণিকক্ষ, শিক্ষক সংকট, স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণসহ ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে সংগঠনটির ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সাত কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান তারা।
এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি শাহিনুর সুমি বলেন, আমরা শিক্ষার্থীদের যৌক্তিক ছয় দফা দাবি নিয়ে আজ নীলক্ষেত মোড়ে হাজির হয়েছি। এর আগেও সাধারণ শিক্ষার্থীরা এসব দাবি নিয়ে আন্দোলন করেছে। আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং মানোন্নয়নে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক।
সাত কলেজে ক্লাস রুম, শিক্ষক, বাসসহ নানা সংকট রয়েছে উল্লেখ করে ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, এত সংকটের মধ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের দাবিগুলো অচিরেই মেনে নিয়ে সমাধান করতে হবে।
মানববন্ধনে জানানো দাবিগুলো হলো–
১. সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে এবং বিভাগ ভিত্তিক নয়, সাত কলেজে পূর্বের ন্যায় সমন্বিত ফলাফল প্রকাশ করতে হবে।
২. সিজিপিএ শর্ত শিথিলসহ মানোন্নয়ন পরীক্ষার সুযোগ দিতে হবে এবং মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে গ্রেড পয়েন্ট নির্ধারণ করে দেওয়া যাবে না।
৩. একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ সাত কলেজের প্রশাসনিক জটিলতা নিরসন করতে স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণ করতে হবে।
৪. অবকাঠামোগত (ক্লাসরুম-শিক্ষক সংকট, স্বতন্ত্র পরীক্ষা হল, লাইব্রেরি-সেমিনারে পর্যাপ্ত বই, ল্যাব সংখ্যা বাড়ানো, কলেজের তত্ত্বাবধানে ক্যান্টিনের ব্যবস্থা, আবাসন) সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. কলেজগুলোতে নামে-বেনামে অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করতে হবে।
৬. সাত কলেজে শতভাগ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে ও অবিলম্বে অচল বাসগুলো সচল করতে হবে।
মানববন্ধন শেষে দুপুর একটার দিকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে স্মারকলিপি দিতে যান সংগঠনটির নেতাকর্মীরা।
আরএইচটি/এসএসএইচ/