দেশে প্রতিদিন ৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে
আজ চারদিকে প্লাস্টিকের পাহাড়। শুধু শহর নয়, মফস্বলের নদী-নালাও প্লাস্টিকে ভরে যাচ্ছে। দেশে প্লাস্টিকের একক ব্যবহারের ফলে সমুদ্র ও পাহাড়ে প্লাস্টিকের আশঙ্কাজনক উপস্থিতি দেখা যাচ্ছে। একদিনে দেশে ৩ হাজার টন প্লাস্টিকের বর্জ্য তৈরি হচ্ছে।
রোববার (১৮ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ)’ আয়োজিত ‘জাগুক তারুণ্য, বাঁচুক পরিবেশ’ শীর্ষক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিকের ব্যবহারকে নিরুৎসাহিত করা হচ্ছে। ভারত, ভিয়েতনাম, জাপানের মতো দেশে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্লাস্টিক ব্যবহার হ্রাস করা হচ্ছে। তাই আমাদের উচিত প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখা।
এদিন সকাল ৯টায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। পরে অনুষদ মিলনায়তনে আয়োজিত হয় আন্তঃবিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতার সমাপনী পর্ব, পরিবেশ বিষয়ক সেমিনার, পরিবেশ অলম্পিয়াড এবং দিনব্যাপী অনুষদ প্রাঙ্গণে আয়োজিত হয় পরিবেশ মেলা।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, প্লাস্টিক বর্তমানে পারমাণবিক বোমার চেয়েও ধ্বংসাত্মক। প্লাস্টিককে কিভাবে ডিকম্পোজড করা যায় সেটা নিয়ে বিজ্ঞানীদের কাজ করতে হবে। আর পরিবেশ নিয়ে আমাদের সচেতন হতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার হ্রাস করতে হবে।
আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক নাসিম ফারহানা শিরীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জনি রোজারিও।
দেশের ৩৪ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম ধাপ অনলাইন প্লাটফর্মে সম্পন্ন করা হয়। সেখানে চারটি প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল পর্যায় সম্পন্ন করে ফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উত্তীর্ণ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বির্তক প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রানার আপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমন ৫ টি সংগঠনকে পরিবেশ অধিদপ্তর এবং ডিবেটার্স অফ চিটাগং ইউনিভার্সিটি (ডিসিইউ) কর্তৃক ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তায় পরিবেশ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনগুলো হল- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, গ্রিন ভয়েজ, ক্লিন ক্যাম্পাস চিটাগং ইউনিভার্সিটি, স্নেক অ্যাওয়ারনেস ও চিটাগং ইউনিভার্সিটি নেচার ক্লাব।
‘ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি’ (ডিসিইউ) এর আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সময় টিভি ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড।
রুমান/আরকে