আরেফিন শুভকে দেখে কান্নায় ভেঙে পড়লেন জবি শিক্ষার্থী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভকে খুব কাছ থেকে দেখে আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর নাম মিথিলা দেবনাথ। সে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বসন্তবরণ অনুষ্ঠানে ‘উনিশ ২০’ সিনেমার প্রচারণায় এসেছিলেন আরেফিন শুভ। সেখানেই এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মিথিলা বলেন, ছোট থেকেই তার অনেক বড় ফ্যান আমি। তার সিনেমাগুলো দেখি। অনেক ইচ্ছা ছিল শুভ ভাইয়ার সঙ্গে দেখা করব। আজ সরাসরি দেখে ইমোশনাল হয়ে পড়েছি। আমার এই অবস্থা দেখে তিনি আমায় ডেকে এনে সামনে বসিয়ে দেন।
এ সময় আরেফিন শুভ বলেন, আমার ক্যারিয়ারের অন্যতম সিনেমা ছিলো ‘ছুঁয়ে দিল মন’। যা সবারই ভালো লেগেছিল। দর্শক-প্রিয়তায় অন্যতম ওই সিনেমা ভালোবাসার গল্পনির্ভর ছিল। ‘ছুঁয়ে দিল মন’-এর পর ‘উনিশ ২০’ আমার সবচেয়ে ভালো লাগার রোমান্টিক সিনেমা। আশা করি আপনাদেরও ভালো লাগবে।’
তিনি আরও বলেন, এখন দেশে বিভিন্ন রকমের কন্টেন্টের স্বর্ণযুগ চলছে। অনেক ভালো ভালো সিনেমা, নাটক, ওয়েব সিরিজ আসছে। এখন দর্শকদের এগিয়ে আসতে হবে। আপনারা হলে আসুন, বাংলা সিনেমা দেখুন। অনলাইন প্লাটফর্মগুলোতেও এখন সিনেমা রিলিজ হচ্ছে। আপনারা ঘরে বসেও এখন সিনেমা-ওয়েব সিরিজ দেখতে পারবেন।
উল্লেখ্য, উনিশ ২০ সিনেমায় আরেফিন শুভ ছাড়াও আরও অভিনয় করেছেন ইন্তখাব দিনার, তানিয়া আহমেদ, হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু, তপন মজুমদার, এলিনা শাম্মি, আমিরুল ইসলাম, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা, এ এম মজুমদারসহ অনেকে।
এমএল/এমজে