উল্লাস-উদ্দীপনা ও কড়া নিরাপত্তায় টিএসসিতে নববর্ষ উদযাপন
উল্লাস-উদ্দীপনা আর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
রাত ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই হাজার হাজার শিক্ষার্থীর সম্মিলিত উল্লাস ধ্বনিতে ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পরিণত হয় উৎসবস্থলে। শিক্ষার্থীরা আতশবাজি ফুটিয়ে পুরাতন বর্ষকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করে নেন।
আরও পড়ুন : নতুন আশা, নতুন সম্ভাবনায় স্বাগত ২০২৩
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বলয়। আইডি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। ফলে হাজার হাজার মানুষকে ফিরে যেতে হয়। তারপরেও উৎসবের কমতি দেখা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ইংরেজি নববর্ষ আমাদের নিজস্ব সংস্কৃতি না হলেও আমরা এটি উদযাপন করছি। তারুণ্যের উচ্ছ্বাস আর উল্লাসের মধ্য দিয়ে আমরা নববর্ষকে স্বাগত জানাচ্ছি।
আরও পড়ুন : নিষেধাজ্ঞার পরও ঢাবিতে উড়ছে ফানুস
সমাজবিজ্ঞানের শিক্ষার্থী আরাফাতুল ইসলাম বলেন, বন্ধুদের নিয়ে প্রতিবারের ন্যায় এবারও টিএসসিতে ইংরেজি নববর্ষ উদযাপন করছি। তবে আগের চেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। বহিরাগত ক্যাম্পাসে আসতে না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই। বহিরাগতদের কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
রাত ১২টার দিকে পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
উপাচার্য বলেন, আমাদের ছেলে-মেয়েরা খুবই সুশৃঙ্খলভাবে নববর্ষ উদযাপন করছে। বহিরাগতরা আসলে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাই আমরা এটি রোধ করেছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো টিএসিসিতে ইংরেজি নববর্ষকে ঘিরে আতশবাজিসহ বিভিন্ন আয়োজন চলছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
এএইচআর/এসকেডি