ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দলের প্রার্থী চূড়ান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
এতে সভাপতি পদে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
এছাড়া সহ-সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল, কোষাধ্যক্ষ পদে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে মনোনয়ন দিয়েছে সাদা দল।
এছাড়া ১০টি সদস্য পদে মনোনয়ন পেয়েছেন— রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মোহাম্মদ মোস্তফা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
অধ্যাপক মো. লুৎফর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের দল দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় আমরা কিছুটা প্রতিকূল অবস্থায় রয়েছি। তবে প্রতিবারই আমাদের নির্বাচিত প্রার্থী ছিল। আমরা সবসময় শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার ছিলাম। এবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ভাতা, যাতায়াত ভাতা, ইনক্রিমেন্ট, টেলিফোন ভাতা পুনর্বহালসহ অন্যান্য পেশাগত সুযোগ-সুবিধা পুনর্বহালের দাবি জানিয়েছি। আশা করি, এবার ফলাফল আগের চেয়ে ভালো হবে আমাদের।
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচন-২০২৩। সমিতির সংবিধানের ৬-ক ধারা অনুযায়ী, এ নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকর পরিষদ গঠন করা হবে। বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ওইদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল সাড়ে ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এইচআর/এসএসএইচ/