পুলিশ-বিএনপি সংঘর্ষ : ঢাবি সাদা দলের মৌন প্রতিবাদ
রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৌন প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এ সময় দলটির পক্ষ থেকে গতকালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ প্রতিবাদ কর্মসূচিতে সাদা দল বেশকিছু দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে- গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়া ও ১০ ডিসেম্বর বিএনপির ডাকা সমাবেশ শান্তিপূর্ণভাবে করতে দেওয়ার অধিকার নিশ্চিত করা।
• আরও পড়ুন : নেতাকর্মীদের বলছি, সবাই প্রস্তুত থাকুন
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ডাকা সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এতে আমরা সবাই অংশগ্রহণ করব।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. লুৎফর রহমান। এতে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক শাহ এমরান, অধ্যাপক আল আমিন, অধ্যাপক আবুল কালাম সরকার, অধ্যাপক আ. রশিদ, সাইফুদ্দীন আহমেদ, অধ্যাপক সিদ্দিকুর রহমান নিজামী, অধ্যাপক মো. শহীদুল ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান, ড. আজহারুল ইসলাম শেখ, এবিএম সিদ্দিকুর রহমান নিজামী, যুবাইর মুহাম্মদ এহসানুল হক।
এইচআর/এনএফ