‘পৃথিবীর সর্বোত্তম পেশা হলো সাংবাদিকতা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
রাবি প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসাইন বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, শিক্ষক সমিতির সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি সালমান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান অভি, কোষাধ্যক্ষ মেশকাত মেশু, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন : নবযাত্রার সারথি হোন আপনিও
অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, সাংবাদিকতার দরজাটা সবার জন্য সহজ না হলেও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বিভাগে তাত্ত্বিক পড়া আর বাস্তবে চর্চা করার প্ল্যাটফর্ম হলো সাংবাদিক সংগঠনগুলো। বর্তমান সাংবাদিকতার এই দুরাবস্থার সময় তোমাদের এগিয়ে আসতে হবে এবং দক্ষ ও কৌশলী হতে হবে। তোমরা প্রেসক্লাবের মতো সাংবাদিক সংগঠনগুলোতে কাজ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক হয়ে উঠাও অনেক গুরুত্বপূর্ণ।
অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, পৃথিবীতে যত ধরনের পেশা রয়েছে সর্বোত্তম পেশা হলো সাংবাদিকতা। গণমাধ্যম ছাড়া আধুনিক জাতি ও রাষ্ট্র গঠন করা অসম্ভব। পৃথিবীতে যোগাযোগের বিষয়ে প্রথম অধ্যয়ন করা হয়েছে। সাংবাদিকতা সমাজে পরে আসলেও সাংবাদিকতার চর্চা সমাজে আগে থেকেই ছিল।
আরও পড়ুন : প্রত্যাশা বেশি বলেই সমালোচনা বেশি
তিনি আরও বলেন, সাংবাদিকরা কাজ না করলে গোটা সমাজ ও রাষ্ট্র অন্ধকার হয়ে যাবে। একজন সমাজ গবেষকের চেয়ে সাংবাদিকের গবেষণা জ্ঞান বেশি থাকে। আমাদের মতো শিক্ষকরা অনেক বই লেখেন তা অতি সামান্য মানুষই পড়ে কিন্তু একজন সাংবাদিকের লেখা প্রতিদিন লাখো মানুষ পড়ে। সাংবাদিকদের জ্ঞানটা প্রকৃতপক্ষে কাজে লাগে। সাংবাদিকতায় ইতিহাস, দর্শন অর্থনীতি, আইন, দর্শন, মনোবিজ্ঞান এ সকল বিষয়ই পড়তে হয়। এই সকল বিভাগের একটা নির্যাস সাংবাদিকরা পায়। সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকতে পারলে তোমরা একজন চিন্তানায়ক হিসেবে গড় উঠতে পারবে।
রাবি প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসাইন বিপ্লব বলেন, প্রেসক্লাব হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শেখার একটি প্ল্যাটফর্ম। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যারা সাংবাদিকতা চর্চা করতে চান, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই।
আরএআর