ফারদিন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি বুয়েট শিক্ষার্থীদের
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে বুয়েটের শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে ফারদিনের সহপাঠীরা এবং বুয়েটের অন্যান্য বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এসময় লিখিত বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, আমাদের বন্ধু ফারদিন নুর পরশ গত ৪ নভেম্বর শুক্রবার আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটের দিকে নিখোঁজ হয়। পরদিন (৫ নভেম্বর) ফারদিনের সেশনাল কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও সে অনুপস্থিত থাকে এবং আমরা এটি তার পরিবারকে অবহিত করি। বুয়েট প্রশাসনকেও এ ব্যাপারে জানানো হয়। ওইদিনই পরিবারের পক্ষ থেকে রামপুরা থানায় জিডি করা হয়।
গতকাল (৭ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বুয়েট শিক্ষার্থীরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। ময়নাতদন্তকারী চিকিৎসকের ভাষ্য থেকে স্পষ্ট যে এটা একটা হত্যাকাণ্ড।
আমরা বুয়েট শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে প্রশাসন এবং মিডিয়াসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। ফারদিন অত্যন্ত মেধাবী ও নির্ঝঞ্জাট তরুণ ছিল।
এর আগে দুপুর ২টার দিকে ফারদিনের মরদেহ বুয়েট ক্যাম্পাসে নিয়ে আসা হয়। বুয়েট কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজায় বুয়েটের ছাত্র-শিক্ষক, ফারদিনের বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
ফারদিনের বাবা কাজী নুর উদ্দিন এসময় গণমাধ্যমকে বলেন, পূর্বশত্রুতার জেরে আমার ছেলেকে কেউ হত্যা করে থাকতে পারে। তার মরদেহ পচে ফুলে গেছে। আমার ধারণা, তাকে শুক্রবার হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। তার ব্যবহৃত ফোন, ঘড়ি ও মানিব্যাগ সঙ্গেই পাওয়া গেছে। আমি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানাই।
এইচআর/জেডএস