আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে ঢাবির সাদা দলের সাবেক আহ্বায়ক
চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন রোগীদের সার্বিক শারীরিক খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনেট সদস্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
বুধবার (৮ জুন) দুপুরে হাসপাতালের পোস্ট ওপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন সব রোগীর শয্যাপাশে ঘুরেঘুরে তিনি তাদের সার্বিক শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের জরুরি যেকোন প্রয়োজনে সর্বাত্মকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি এখানে এসে যা দেখলাম সেটি খুবই মর্মান্তিক। রাষ্ট্র যখন দেউলিয়া হয়ে যায়, রাষ্ট্র যখন তার দায়িত্ব অবহেলা করে এবং দেশে যখন দুঃশাসন ভর করে তখন মানুষের ভোগান্তি বাড়ে। ভোটারবিহীন সরকার, মধ্য রাতের সরকার যখন দেশে থাকে তখন মানুষের প্রতি দয়া-মায়া থাকে না। তারই বহিঃপ্রকাশ এখানে ঘটেছে।
অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, এ ধরণের ঘটনায় যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিচার দাবি করছি। যদি বিচার করা না হয় তাহলে এমন ঘটনা পুনরায় ঘটবে বলে আমি মনে করি। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।
তিনি বলেন, এ সরকারের কাছে মানুষের জীবনের মূল্য নেই, তারা মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে। গতকালও চট্টগ্রামে রোগীদের খোঁজ খবর নিতে গেলে জোনায়েদ সাকিসহ কয়েকজনকে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা জানাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক ও ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মো. সাইফুল আলম বাদশা।
এইচআর/আইএসএইচ