ছাত্রদল ক্যাম্পাস অস্থিতিশীল করতে চায় : ঢাকা কলেজ ছাত্রলীগ
ছাত্রদল পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ। রোববার (২৯ মে) দুপুরে ঢাকা কলেজের মূল ফটকের সামনে মানববন্ধনে তারা এ অভিযোগ করেন।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ঢাকা কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, বিগত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। ছাত্রদল বহিরাগতদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসের পরিবেশকে অস্থিতিশীল করতে চাইছে। সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে ছাত্রদল এ ধরনের ঘৃণ্য কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যত ষড়যন্ত্রই করুক না কেন, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
বিজ্ঞাপন
এছাড়া ক্যাম্পাসে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সহিংসতার উদ্দেশে আসা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিও জানান তারা।
আরএইচটি/এসএসএইচ