ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আক্তার হোসেন। তিনি এর আগে বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব সদ্য ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। এর ফলে সংশ্লিষ্ট ইউনিটের আহ্বায়ক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখতে উক্ত ইউনিটের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
এদিকে আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে আক্তার হোসেন বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ জুয়েল ভাইকে ধন্যবাদ জানাই। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সদা সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়। এতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাবির সদ্য সাবেক আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব।
এইচআর/এমএইচএস