চবির প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অবরুদ্ধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের একটি হলে খাবারের নিম্নমানসহ বেশ কয়েকটি দাবিতে প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১২টায় প্রীতিলতা হলে এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের হলের ক্যান্টিনের খাবারের মান খুবই খারাপ। এ নিয়ে অভিযোগ জানালে কর্মচারীরা আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন। বিষয়টা হল কর্তৃপক্ষকে জানালেও তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। উপায়ান্তর না দেখে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রীদের হলের প্রভোস্ট ও হল শিক্ষকরা তাদের নিয়মিত মিটিংয়ে অংশ নিলে শিক্ষার্থীরা অবরুদ্ধ করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হই। প্রভোস্টকে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের দাবিগুলো জানার জন্য লিখিত অভিযোগ নিতে বলেছি। শিক্ষার্থীরা অভিযোগ দিলে তাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে আমরা দেখব।
রুমান/আরআই