আজকের জোকস : ২১ ডিসেম্বর, ২০২২
স্ত্রী হারানোর একমাস
এক ভদ্রলোক থানায় এসে বললেন—
ভদ্রলোক: আমার স্ত্রী হারিয়ে গেছে।
ইন্সপেক্টর: কবে?
ভদ্রলোক: একমাস আগে!
ইন্সপেক্টর: তাহলে এতদিন পর বলছেন কেন?
ভদ্রলোক: গতকাল পর্যন্ত মনে হচ্ছিল, আমি স্বপ্ন দেখছি!
***
প্রেমিকার আবদার মেটাতে দরজা বন্ধ
প্রেমিকা: দরজা-জানালা বন্ধ করে দাও!
প্রেমিক: কেন?
প্রেমিকা: তোমাকে একটা গোপন জিনিস দেখাব!
প্রেমিক: সত্যি?
প্রেমিকা: হ্যাঁ, আগে সবকিছু বন্ধ করে দাও, যাতে আলো না আসে!
প্রেমিক: তারপর?
প্রেমিকা: আমার কাছে আসো
প্রেমিক: ওহ! আর কী করবো বলো?
প্রেমিকা: এবার দেখো, আমার ঘড়িতে লাইট জ্বলে!
***
স্কুলে মেয়ে পটানো
বল্টু তার কলেজের এক মেয়েকে বললো—
বল্টু: আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি আমাকে বলো।
মেয়ে: আমি এখন স্যারকে গিয়ে বলব।
বল্টু: আরে বোকা, স্যারকে বইলো না।
মেয়ে: কেন?
বল্টু: স্যারের তো বিয়ে হয়ে গেছে।