কলকাতা বিমানবন্দরকে ২০ লাখ টাকা জরিমানা
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরকে ২০ লাখ টাকা জরিমানা করেছে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
ডিজিসিএ বলছেম, রানওয়ে মেরামত এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়ছে।
সংবাদ সংস্থা এএনআই-কে ডিজিসিএ-এর এক শীর্ষ কর্মকর্তা, কয়েক মাস আগে নিরাপত্তা বিষয়ক অডিট রিপোর্টে দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন। বিশেষ করে রানওয়ে মেরামতের কাজে। তার পরই বিমানবন্দর কর্তৃপক্ষকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিরাপত্তার বিষয়ে কেন গাফিলতি করা হয়েছে তার কারণ জানতে চেয়ে নোটিশও দেওয়া হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, অডিট রিপোর্ট অনুযায়ী বিমানবন্দরের রানওয়ের মেরামতের জন্য যে নির্দেশিকা রয়েছে তা পালন করেনি কর্তৃপক্ষ। রানওয়েতে ঠিক মতো আলো লাগানো ছিল না। শুধু তাই নয়, রানওয়ের ওপরে কিছু জিনিস পড়ে থাকতেও দেখা গেছে; যা বিমানের ওঠানামার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠে পারত।
এ বিষয়ে অভ্যন্তরীণ একটি কমিটিও গঠন করেছে দ্য এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)। তবে বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে চায়নি তারা।
এনএফ