আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, এক বছরে ৬৭ শতাংশ
দেশে আবারও বেড়েছে এভিয়েশন ফুয়েল বা জেট ফুয়েলের দাম। অক্টোবর মাসেও যেখানে লিটার প্রতি দাম ছিল ৭০ টাকা, নভেম্বর মাসে আবারও দাম বাড়িয়ে সেটিকে করা হয়েছে ৭৭ টাকা। ফলে গত এক বছরে এগারো দফায় জেট ফুয়েলের দাম বেড়েছে ৩১ টাকা বা ৬৭ শতাংশ।
বুধবার (১০ নভেম্বর) জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা ওয়েল লিমিটেড সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটি বলছে, নভেম্বর মাস থেকে পদ্মা ওয়েল প্রতি লিটার জেট ফুয়েল ৭৭ টাকায় এয়ারলাইনসগুলোকে সরবরাহ করছে। যা অক্টোবর মাসেও ছিল প্রতি লিটার ৭০ টাকা, আগস্ট মাসে ৬৭ টাকা, জুলাই মাসে ৬৬ টাকা, জুন মাসে ৬৩ টাকা।
এর আগে এপ্রিল মাসে লিটার প্রতি ৬১ টাকা মূল্য থাকলে মে মাসে এক টাকা কমে প্রতি লিটার জেট ফুয়েল সরবরাহ করা হয় ৬০ টাকায়। মার্চ মাসেও এর দাম ছিল ৬০ টাকা লিটার, ফেব্রুয়ারিতে দাম ছিল ৫৫ টাকা লিটার এবং এ বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েল ৫৩ টাকায় সরবরাহ করেছে পদ্মা ওয়েল।
গত বছরের অক্টোবরে জেট ফুয়েলের দাম ছিল লিটার প্রতি ৪৬ টাকা। ডিসেম্বরে ২ টাকা বাড়িয়ে এটি হয় ৪৮ টাকা।
এ অবস্থায় এয়ারলাইনসগুলো বলছে, এভাবে ঘন ঘন জেট ফুয়েলের দাম বাড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরো এভিয়েশন খাত। এতে বাজার বিদেশি এয়ারলাইনসের দখলে চলে যাওয়ার আশংকাও করছেন তারা।
টিআই/এসএম