ভরা মৌসুমে বাংলাদেশিদের লন্ডন নিয়ে যাবে জাজিরা এয়ারওয়েজ
স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ-২৬ সম্মেলন ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রোডশো উপলক্ষে অনেকেই যুক্তরাজ্যের লন্ডন-ম্যানচেস্টার হয়ে আশপাশের দেশগুলোতে যাচ্ছেন। এ কারণে এই রুটে টিকিটের চাহিদা ও দাম দুটোই বেড়েছে।
এই দুই সম্মেলনে বাংলাদেশিদের যাত্রা সহজ করতে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করবে জাজিরা এয়ারওয়েজ। কুয়েতভিত্তিক এই বিমান প্রতিষ্ঠানটি কুয়েত সিটি বিমানবন্দর হয়ে লন্ডন নিয়ে যাবে বাংলাদেশিদের।
প্রতিষ্ঠানটি জানায়, সর্বনিম্ন ৩ ঘণ্টার ট্রানজিট ফ্লাইটে বাংলাদেশিরা লন্ডনে যেতে পারবেন। এই রুটে সর্বনিম্ন রিটার্ন ভাড়া ধরা ৬২ হাজার ২০০ টাকা। যাত্রীরা এ বছরের ১০ ডিসেম্বরের মধ্যে এই দামে রুটটির টিকিট কিনতে পারবেন। এই টিকিটে ভ্রমণ করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ থেকে শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা ও সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও বাংলাদেশিরা এমিরেটস এয়ারলাইন্স (দুবাই ট্রানজিট নিয়ে) ও কাতার এয়ারওয়েজে (দোহা ট্রানজিট নিয়ে) লন্ডন যাচ্ছেন।
এআর/এমএইচএস