ফার্স্টট্রিপে ঈদ ধামাকা অফার:আন্তর্জাতিক ফ্লাইটে ২০% পর্যন্ত ছাড়

শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফার্স্টট্রিপ এই ঈদে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ 'ঈদ ধামাকা অফার'। গ্রাহকরা এখন আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ে পাচ্ছেন ২০ শতাংশ পর্যন্ত ছাড়। এই অফারটি ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত প্রযোজ্য।
গ্রাহকরা কাঠমান্ডু, কুয়ালালামপুর, কলম্বো, মালদ্বীপ, সিঙ্গাপুর-সহ জনপ্রিয় গন্তব্যে এই ছাড় উপভোগ করতে পারবেন। FTEID20 কুপন কোড ব্যবহার করে এই অফারটি পাওয়া যাবে এবং এটি শুধুমাত্র ফার্স্টট্রিপ অ্যাপ এবং ওয়েবসাইটে প্রযোজ্য। অফারটি সীমিত সময়ের জন্য।
ফার্স্টট্রিপের মার্কেটিং বিভাগের প্রধান মীর তাজমুল হোসেন বলেন, আমাদের গ্রাহকরা সবসময়ই প্রিমিয়াম সেবার জন্য আমাদের উপর আস্থা রাখেন। ঈদ উপলক্ষ্যে আমরা গ্রাহকদের জন্য এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি, যাতে তারা কাঠমান্ডু, কুয়ালালামপুর, কলম্বো, মালদ্বীপ ও সিঙ্গাপুরে স্বল্প খরচে ভ্রমণ করার সুযোগ পান।
গ্রাহকরা সহজেই ফার্স্টট্রিপ অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন এবং এই ছাড় উপভোগ করতে পারবেন।
জেডএস