বিমানের দুই জিএমকে পরিচালক পদে পদোন্নতি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই মহাব্যবস্থাপককে (জিএম) পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানা গেছে। আদেশে স্বাক্ষর করেন বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) এ বি এম রওশন কবীর।
পদোন্নতিপ্রাপ্ত দুইজন হচ্ছেন বিমানের মতিঝিল ঢাকা জেলা বিক্রয় অফিসের (মতিঝিল) মহাব্যবস্থাপক আশরাফুল আলম, গ্রাহক সেবা পরিদপ্তরের মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) মো. রাশেদুল করিম।
আদেশে বলা হয়েছে, গত ১৭ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত অর্গানাইজেশন, স্টাবলিশমেন্ট, প্রমোশন অ্যান্ড রিক্রুটমেন্ট (মহাব্যবস্থাপক ও তদুর্ধ্ব) সংক্রান্ত বোর্ড সাব-কমিটির ৫ম সভার সুপারিশ এবং বিমান, পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে তাদের এই পদে পদোন্নতি দেওয়া হলো। আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
এদিকে পৃথক একটি আদেশে আশরাফুল আলম ও রাশেদুল করিমকে নতুন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই আদেশে আশরাফুল আলমকে পরিচালক (বিপণন ও বিক্রয়) এবং রাশেদুলকে পরিচালক (কার্গো) করা হয়েছে।
এআর/এসএম