‘জরুরি অবস্থা’ ঘোষণা করে ঢাকায় ফিরে এলো অ্যারাবিয়ার ফ্লাইট
যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পর ‘জরুরি অবস্থা’ ঘোষণা করে আবার ঢাকায় ফিরে এসেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যারাবিয়ার এবিওয়াই ৫১৫ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটি ঢাকায় ফিরে আসে। এটি এখন বিমানবন্দরের ‘বে’ তে পার্ক করা আছে।
আরও পড়ুন
মঙ্গলবার (১১ জুন) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল ফ্লাইটটি। ঘণ্টাখানেক পর ১৪৫ যাত্রী ও সাত ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে ঢাকা বিমানবন্দরে নেমেছে।
বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবস্থা ঘোষণা করে। এটির কেবিন প্রেসার কমে গিয়েছিল। খবর পাওয়ার পরপরই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা মোকাবিলার সব প্রস্তুতি নেয়। পরে এটি নিরাপদে অবতরণ করে।
এএসএস/এআর/এমজে