নিরাপত্তা বিধি লঙ্ঘন : কোটি টাকা জরিমানার মুখে এয়ার ইন্ডিয়া
নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে টাটা গোষ্ঠীর উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত শেষে ১.১০ কোটি টাকা জরিমানা করা হয়েছে সংস্থাটিকে।
এ বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ডিজিসিএ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্তের পরেই উড়োজাহাজ সংস্থাটির বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত হয়েছে।
ডিজিসিএ-র বক্তব্য, কিছু কঠিন দূরপাল্লার রুটে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। এরপর সংস্থাটির এক কর্মীর সঙ্গে কথা বলার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিজিসিএ এক বিবৃতিতে বলেছে, এয়ার ইন্ডিয়ার প্লেনে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত একটি রিপোর্ট পাওয়ার পর তদন্ত চালানো হয়। তাতেই সামনে আসে নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির বিষয়টি।
প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করায় এয়ার ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজারকে শোকজ নোটিশ পাঠিয়েছিল ডিজিসিএ। পরে নিরাপত্তা বিধি সংক্রান্ত বেশ কিছু অসঙ্গতির ভিত্তিতেই ১ কোটি ১০ লাখ জরিমানা করা হয়েছে সংস্থাটিকে।
সূত্র : সংবাদ প্রতিদিন
জেডএস