ঘন কুয়াশায় ঢাকার আকাশ ঘুরে ফ্লাইট গেল ভুটানে
ঘন কুয়াশার কারণে ঢাকার আকাশ ঘুরে একটি ফ্লাইট ভুটানে গিয়ে নেমেছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ব্যাংকক থেকে ছেড়ে আসা ড্রুক এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও সেটি ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দর জানায়, সকাল সাড়ে ৭টায় ড্রুক এয়ারের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু ঘন কুয়াশায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে সকাল ৯টা ১০ মিনিটে ভুটানে অবতরণ করে।
আরও পড়ুন
এদিকে ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। বিভিন্ন এয়ারলাইন্সের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।
এমএম/এসএসএইচ