মাঝ আকাশে বিস্ফোরণের আওয়াজ, এয়ার ইন্ডিয়ার প্লেনের জরুরি অবতরণ
ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি প্লেন সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্লেনটি অবতরণে বাধ্য হন পাইলট।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যাত্রীরা মাঝ আকাশে একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এরপরই প্লেনটি ভুবনেশ্বর না গিয়ে কলকাতায় ফিরে আসে।
আরও পড়ুন
উল্লেখ্য, প্লেনটি কলকাতার দমদম বিমানবন্দর থেকেই ভুবনেশ্বরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ভুবনেশ্বর হয়ে প্লেনটির বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল।
রিপোর্ট অনুযায়ী, কলকাতা-ভুবনেশ্বর-বেঙ্গালুরুর আই৫ ১৫৬৩ প্লেনটি সোমবার বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। নির্ধারিত সময়ের ৪০ মিনিট দেরিতে প্লেনটি উড়েছিল। সেই টেক অব ভালোভাবেই হয়েছিল বলে দাবি করেছেন প্লেনের যাত্রীরা। তবে প্লেনটি আকাশে উড়ে যাওয়ার প্রায় আধঘণ্টা পর ৫টা ৪০ মিনিট নাগাদ যাত্রীরা কিছু একটার বিস্ফোরণ শুনতে পান।
সেই সময় প্লেনে থাকা এক যাত্রী টাইমস অব ইন্ডিয়াকে বলেন, হঠাৎ করেই প্লেনে কিছু একটা ফেটে যাওয়ার মতো বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। এরপর প্লেনটি টার্বুলেন্সের মধ্যে পড়ে। সেই সময় এয়ার হোস্টেজ খাবার পরিবেশন করছিলেন। তবে এই ঘটনার পর তড়িঘড়ি তিনি নিজের আসনে ফিরে গিয়ে সিটবেল্ট লাগিয়ে নেন।
রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের আওয়াজ হওয়ার বেশ কিছুক্ষণ পর প্লেনের পাইলট ঘোষণা করেন, ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। এই অবস্থায় প্লেনটি গন্তব্যের উদ্দেশে না গিয়ে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জরুরি অবতরণ করানো হবে। এরপর সন্ধ্যা প্রায় ৬টা ৫ মিনিট নাগাদ প্লেনটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এরপর প্লেনের দিকে ছুটে যান ইঞ্জিনিয়ার এবং উড়োজাহাজ সংস্থার গ্রাউন্ড স্টাফরা। পরে ত্রুটি সারিয়ে রাত ৮টা নাগাদ প্লেনটি যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানায়, কলকাতা থেকে ভুবনেশ্বরগামী আমাদের একটি প্লেনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তাই সেটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কলকাতায় ফিরে আসে এবং নিরাপদে জরুরি অবতরণ করে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আমরা বিকল্প উপায় বের করি। এই পরিস্থিতির জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে আমরা মনে করিয়ে দিতে চাই, যাত্রী সুরক্ষাই আমাদের সর্বপ্রথম অগ্রাধিকার।
সূত্র : হিন্দুস্থান টাইমস
জেডএস