মাঝ আকাশে রক্তবমি যাত্রীর, প্লেনের জরুরি অবতরণ
ভারতের মুম্বাই থেকে রাঁচি যাওয়ার পথে সোমবার ইন্ডিগোর প্লেনে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তার রক্তবমি শুরু হয়। ফলে জরুরি অবতরণ করানো হয় প্লেনের।
সোমবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে যাত্রীবাহী ইন্ডিগোর ওই প্লেনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই যাত্রীর নাম ডি তিওয়ারি (৬২)। এ ঘটনার সময় প্লেনে উপস্থিত চিকিৎসক প্রাথমিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। ফলে দেশটির নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় প্লেনটির।
জরুরি অবতরণের পর প্লেনকর্মীরা ওই যাত্রীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, প্রৌঢ় যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন ডি তিওয়ারি। এ কারণেই রক্তবমি হয়েছিল তার।
নাগপুর বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্লেনটি অন্য যাত্রীদের সঙ্গে নিয়ে আবার রওনা দেয় রাঁচির উদ্দেশে। এতে প্লেনটির গন্তব্যে পৌঁছতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরি হয়।
এ ঘটনায় ইন্ডিগোর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, মুম্বাই থেকে রাঁচি যাওয়ার পথে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্লেনটিকে নাগপুরে জরুরি অবতরণ করাতে হয়। তবে সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। নিহতের পরিবার ও প্রিয়জনদের আমরা সমবেদনা জানাই।
উল্লেখ্য, সম্প্রতি নাগপুর বিমানবন্দরের গেটের সামনে ইন্ডিগোর এক পাইলট আচমকা জ্ঞান হারান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এফকে