ফেসবুকে ছড়িয়ে পড়া ক্রু নিয়োগের সার্কুলার ভুয়া, সতর্ক করল বিমান
ফেসবুকে বিভিন্ন পেজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্টুয়ার্ডেস (কেবিন ক্রু) পদে যে নিয়োগের সার্কুলার ঘুরছে সেটিকে ‘অসত্য’ বলে উল্লেখ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির ফাঁদে পা না দিতে সতর্ক করেছেন তারা।
রোববার (৬ আগস্ট) বিমানের উপ-মহাব্যবস্থাপক মানবসম্পদ (ভারপ্রাপ্ত) মো. সামছুদ্দোহা আকন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো সম্বলিত ফ্লাইট স্টুয়ার্ডেস পদের একটি অসত্য নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি।
আরও জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় না। বিমানের সব নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকা এবং বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.biman.gov.bd এবং www.biman-airlines.com) প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
এআর/এসএসএইচ/