বৈরী আবহাওয়া : ঢাকার আকাশে চক্কর দিচ্ছে ৩টি ফ্লাইট
প্রতিকূল আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এ কারণে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারছে না। বর্তমানে ফ্লাইটগুলো ঢাকার আকাশে চক্কর দিচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম ঢাকা পোস্টকে ফ্লাইট উঠানামা বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে তিনটি ফ্লাইটকে আকাশে থাকতে বলা হয়েছে। ঢাকা থেকে চারটি ফ্লাইট বিভিন্ন গন্তব্যে রওনা হতে পারেনি। ফ্লাইটগুলো বর্তমানে ট্যাক্সিওয়েতে অবস্থান করছে।
আরও পড়ুন : ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী
বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরে আজ বিকেল সাড়ে ৫টার পর থেকেই ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেট, মালদ্বীপ ও কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইট অবতরণ করতে চাইলেও তাদের আকাশে চক্কর দিতে বলা হয়েছে। এভিয়েশনের ভাষায় একে 'হোল্ডিং' বলা হয়।
এছাড়াও জেদ্দা থেকে ঢাকা রুটের ফ্লাই নাস, বাহরাইনের গালফ এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দিল্লি থেকে ঢাকাগামী ফ্লাইট ঢাকার আশপাশের আকাশে অবস্থান করছে। আবহাওয়া অনুকূলে আসলে তাদের ঢাকার আকাশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য, আজ বিকেলে ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বিকেলে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের গতিবেগ প্রতি ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে।
এআর/এসকেডি