বাংলাদেশ আন্তর্জাতিক এভিয়েশন হাব হবে : বিমান প্রতিমন্ত্রী
হযরত শাহজালাল বিমান বন্দরে তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর বিমান বন্দরের চিত্র পুরো পাল্টে যাবে। যাত্রীদের জন্য সব সেবা এখানে আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। এসব সার্ভিস চালু হলে বিমান বন্দরে যাত্রী হয়রানি শূন্যের কোটায় নেমে আসবে। এর মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বুধবার (১০ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেক্সট জেনারেশন অব এভিয়েশন প্রফেশনালস’ শিক্ষাবৃত্তি হিসেবে ছয়জন নারী শিক্ষানবিশ পাইলটের হাতে শিক্ষাবৃত্তির তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বেবিচকের তিনটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিমান সেবা আরও সহজতর ও উন্নত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা দৃশ্যমান। ক্রমেই এ দেশের পর্যটন ও বিমান খাতের ব্যাপক উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, সরকারের প্রচেষ্ঠায় দ্রুত বদলে যাচ্ছে এ খাতের চিত্র। আমার বিশ্বাস এ শিল্প ২০২৪ সালে উন্নত বাংলাদেশ, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ এবং ২০৭৫ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এনএম/জেডএস