এবার দেউলিয়া আদালতের দরজায় স্পাইসজেট
গো ফার্স্টের পর দেউলিয়া আদালতে (এনসিএলটি) ভারতের আরও এক বিমান সংস্থা। এবার স্পাইসজেটকে দেউলিয়া আদালতে নিয়ে গেল তাদের বিমান ইজারাদার এয়ার-ক্যাসল।
আয়ারল্যান্ডের সংস্থা য়ার-ক্যাসলের দাবি স্পাইসের বিরুদ্ধে দেউলিয়া আইনে ব্যবস্থা নেওয়া হোক। এনসিএলটিতে দু’টি সংস্থারই শুনানি আগামী সপ্তাহে।
স্পাইসের মুখপাত্রের দাবি, এয়ার-ক্যাসলের কোনো বিমান এখন তাদের কাছে নেই। সবক’টি ফেরত দেওয়া হয়েছে। বিমান ভাড়া বাবদ টাকা বকেয়া কি না, তা অবশ্য জানাননি তিনি। তবে স্পাইসের আশ্বাস, এর জেরে পরিষেবা ব্যাহত হবে না।
কিন্তু এনসিএলটির ওয়েসসাইট বলছে, স্পাইসজেটের বিরুদ্ধে দেউলিয়া আইনে ব্যবস্থা নেওয়ার আরও দু’টি আবেদন জমা রয়েছে।
এ দিকে গো ফার্স্ট ১২ মে পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে। ইতোমধ্যেই সংস্থার ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত কর্মীরা। বহু পাইলট এবং কেবিন ক্রু এয়ার ইন্ডিয়ায় কাজের জন্য আবেদন করতে ছুটেছেন।
এনএফ