ঢাকা-তাসখন্দ রুটে দ্রুত বিমান চালুর তাগিদ বাংলাদেশের
ঢাকা ও তাসখন্দ রুটে সরাসরি বিমান যোগাযোগে খসড়া চুক্তিটি দ্রুত অনুমোদন দিয়ে দুই দেশের মধ্যে বিমান চালুর বিষয়ে অনুরোধ করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।
মঙ্গলবার (১ নভেম্বর) বাংলাদেশ দূতাবাস তাসখন্দ আয়োজিত ঢাকা-তাসখন্দ রুটে বিমান চলাচল সংক্রান্ত ভার্চুয়াল সভায় এসব অনুরোধ করেন তিনি।
ভার্চুয়াল সভায় বাংলাদেশের পক্ষে মোকাম্মেল হোসেন নেতৃত্ব দেন। অন্যদিকে উজবেকিস্তানের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার জাসুরবেক চরিয়েভ নেতৃত্ব দেন। সভাটি পরিচালনা করেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।
বিমান সচিবের অনুরোধের প্রেক্ষিতে উজবেক কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সম্মতি প্রদান করে দ্রুত চুক্তি অনুমোদন করার আশ্বাস দেন। উজবেক ডেপুটি মিনিস্টার জানান, কোড শেয়ারিং (এক টিকিটে দুটি এয়ারলাইন্সে ভ্রমণ সুবিধা) এর মাধ্যমে বিমান চলাচল চালুর পক্ষে দেশটির সরকারের আগ্রহ রয়েছে।
বিমান সচিবের নেতৃত্বে সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদ হোসেন এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ বিমান ও সিভিল অ্যাভিয়েশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। অন্যদিকে উজবেক এয়ার এবং উজবেক এভিয়েশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভায় রাষ্ট্রদূত বাংলাদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বিশ্বের বৃহত্তর ম্যানগ্রোভ বনাঞ্চল, মাজারসহ অন্যান্য আকর্ষণীয় পর্যটনের বিষয় উল্লেখ করেন এবং উজবেকিস্তানের হযরত ইমাম বোখারী, ইমাম তিরমিজি, ইমাম নক্সবন্দীর মাজারসহ অন্যান্য আকর্ষণীয় পর্যটনের বিষয় উল্লেখ করে দুদেশের মধ্যে জিয়ারা ট্যুরিজম চালুর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
এক্ষেত্রে দুদেশের মধ্যে বিমান চলাচল পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন ও সহজতর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এনআই/এমএ