গরমে বাইকের সঠিক যত্ন নিন, ভুল করলে হতে পারে বড় বিপদ

গ্রীষ্মকালে আমাদের পরিবেশের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। যার ফলে বাইকের ইঞ্জিন, টায়ার ও পারফরম্যান্সে বেশ কিছু প্রভাব পড়ে। তীব্র তাপদাহে বাইকের ইঞ্জিন দ্রুত গরম হয়ে যাওয়ায় বাইকের উপর চাপ আরো বেশি পড়ে। যার ফলে সামান্য কারণে অনেক সময় বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে।
তাই গরমে বাইকের কন্ডিশন ভালো রাখতে বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। চলুন জেনে নেই গরমে বাইকের সঠিক যত্ন নেওয়ার কিছু টিপস-
বাইক সরাসরি রোদে পার্ক না করা
বাইক সবসময় ছায়ায় পার্ক করা উচিত। সরাসরি রোদে রাখলে বাইকের রং, সিট ও অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। জ্বালানিতেও এর প্রভাব পড়ে।
জ্বালানি ট্যাঙ্ক অর্ধেকের বেশি ভর্তি
অতিরিক্ত গরমে জ্বালানি দ্রুত বাষ্প হয়ে যেতে পারে। তাই ট্যাঙ্ক কখনওই পুরো খালি রাখা ও পুরো ভর্তি করাও ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে এই সময় তেলের লেভেল অর্ধেকের বেশি ভর্তি রাখতে বলা হয়।
ইঞ্জিনের কুলিং সিস্টেম
গ্রীষ্মকালে বাইকের ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায়। তাই নিয়মিত ইঞ্জিন অয়েল চেক করা জরুরি। সময়মতো পরিবর্তনও করতে হবে। যদি বাইক লিকুইড কুলিং সিস্টেমের হয়, তাহলে কুল্যান্ট লেভেল ঠিক আছে কি না, তা দেখে নিতে হবে।
টায়ারের বাতাসের চাপ
গরমের সময় রাস্তা উত্তপ্ত থাকে, বিশেষ করে পিচের রাস্তা। এই পরিস্থিতিতে টায়ারের বাতাসের চাপও বেড়ে যায়। অতিরিক্ত প্রেসার থাকলে বিস্ফোরণের আশঙ্কা থাকে। তাই নিয়মিত টায়ারের প্রেসার চেক করা উচিত।
নিয়মিত সার্ভিসিং
গরমের সময় বাইকের ছোটখাটো সমস্যাও বড় রূপ নিতে পারে। তাই নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং করানো জরুরি। ধুলা, ঘাম আর ঘামাচির কারণে বাইকে ময়লা জমে যায়। বাইক পরিষ্কার রাখলে এর স্থায়িত্ব বাড়ে। সাথে ইঞ্জিন, ব্রেক, কুলিং সিস্টেম, লুব্রিকেশন ইত্যাদি ভালোভাবে দেখে নিতে হবে।
ব্যাটারির যত্ন
গরমে ব্যাটারির জল দ্রুত শুকিয়ে যায়, ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়। তাই নিয়মিত ব্যাটারির লিকুইড লেভেল চেক করতে হবে। প্রয়োজনে মেকানিকের পরামর্শ নেওয়া উচিত।
ব্রেক সিস্টেম পরিষ্কার রাখা
বাইকের ব্রেকিং সিস্টেম অত্যন্ত সূক্ষ। অতিরিক্ত গরম হয়ে গেলে পারফরম্যান্সে প্রভাব পড়ে। তাই খুব বেশি ব্রেক না কষাই ভাল। যতটা সম্ভব স্মুথ রাইডিং করা উচিত। গরমে ডিস্ক ব্রেক দ্রুত গরম হয়ে যায়। ব্রেক ফ্লুইড ও ব্রেক প্যাড ঠিক আছে কি না মাঝে মাঝে চেক দেওয়া।
এছাড়া গ্রীষ্মকালে দীর্ঘপথে ভ্রমণে গেলে বাইককে মাঝে মাঝে বিশ্রাম দেওয়া উচিৎ। অন্যথায় মারাত্বক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।
এমবি/এনএইচ