প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মাননাপ্রাপ্তরা

নারী জাগরণের পথপ্রদর্শক, অগ্রজ ও পথিকৃৎ পাঁচজন নারী মু‌ক্তি‌যোদ্ধা‌সহ ১০ নারীকে ‘আমিন জুয়েলার্স অপরাজিতা ২০২১’ সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর কর্ম ও নেতৃত্বের স্বীকৃতি জানাতে এ পুরস্কার দেওয়া হয়েছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন, আয়েশা বেগম, মুস্তারী শফি, রিজিয়া বেগম, হাফিজা বেওয়া এবং সঙ্গীতশিল্পী শাহীন সামাদ। এছাড়া চ্যালেঞ্জিং, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে। এসব ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন, আনোয়ারা সৈয়দ হক, মৌসুমি ইসলাম, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, এভারেস্টজয়ী নিশাত মজুমদার ও ফিফা রেফারি জয়া চাকমা। 

এর আগে ছয়টি ক্যাটাগরিতে ১০ জনকে এ সম্মাননায় ভূষিত করে জুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সদস্য হিসেবে ছি‌লেন কবি রুবি রহমান, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ও কবি আলফ্রেড খোকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, আমিন জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী আমিনুল ইসলাম, কাজী এগ্রো লিমিটেডের চেয়ারম্যান ইসমত আরা জাকিয়া, এনটিভির পরিচালক আসফাক উদ্দিন আহমেদ, বাঘবাংলা এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক সাকিব ইবনে সুলতান প্রমুখ।

এসআই/আরএইচ