করোনাভাইরাস মহামারীর মধ্যে গাড়ি ভ্রমণে করণীয়
করোনাভাইরাস মহামারীর কারণে আমাদের যাপিত জীবনে হয়েছে ছন্দপতন। জরুরি ভ্রমণের ক্ষেত্রে নেয়া হচ্ছে বাড়তি সতর্কতা। করোনার এই সময়ে যাদের গাড়ি চালিয়ে অনেক দূর যেতে হয় তাদেরও বাড়তি সতর্কতার প্রয়োজন। আজ আপনাদের বলবো করোনার মধ্যে গাড়িতে কিভাবে সতর্কতা অবলম্বন করা যায়। আসুন জেনে নেয়া যাক-
১. পরিষ্কার রাখুন গাড়ি
বিজ্ঞাপন
গাড়িকে জীবাণুমুক্ত রাখার জন্য প্রতিদিন স্যানিটাইজার দিয়ে গাড়ি পরিষ্কার করা ভালো। গাড়ির ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল, সিটবেল্টসহ আরও যা যা রয়েছে গাড়িতে তা অন্তত দিনে দুই বার করে পরিষ্কার করে রাখুন।
২. গাড়িতে রাখুন গ্লাভসসহ প্রয়োজনীয় উপকরণ
টিস্যু, স্যানিটাইজার, গ্লাভস এবং প্রয়োজনবোধে মাস্ক সঙ্গে রাখলে উপকার পাওয়া যাবে। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে সেগুলো কাজে আসবে। এছাড়া দুই বোতল পানি সঙ্গে রাখলে তা আপনার জন্য ভালো হবে।
৩. ব্যাগে জিনিসপত্র ভাঁজ করে রাখুন
অনেকে ব্যাগে অগোছালোভাবে জিনিসপত্র রাখেন। এতে প্রয়োজনের সময় জিনিস খুঁজে পেতে দেরী হয়ে থাকে। এই কারণে অনেক অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। তাই ব্যাগে জিনিসপত্র ভাঁজ করে রাখা ভালো।
করোনাভাইরাস থেকে বাঁচতে বাসা থেকে ভ্রমণের সময় যা করবেন-
১. নাক, চোখ ও মুখে হাত দেবেন না। অনর্থক এসব অঙ্গে চুলকানি করোনাভাইরাস ডেকে আনতে পারে।
২. পরিষ্কার কাপড় পরুন। কারণ ময়লা কাপড় পরলে করোনাভাইরাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
৩. মুদ্রায় হাত রাখবেন না। বিকল্প হিসেবে বিকাশ, রকেট বা অন্যান্য ট্র্যানজেকশন মাধ্যম ব্যবহার করবেন।
৪. ঘরে তৈরি খাবার খান। বাইরের খাবার থেকে দূরে থাকুন। এতে করোনাভাইরাসের ঝুঁকিমুক্ত হওয়া যাবে।
৫. ভ্রমণে কয়েকজন থাকলে প্রত্যেকের আলাদা বোতল এবং চামচ সঙ্গে রাখুন।
এইচএকে/এএ