কম খরচে মেঘালয় ভ্রমণের সুযোগ দিচ্ছে ‘মেঘ’
কম খরচে বাংলাদেশী পর্যটকদের ভারতের মেঘালয়ে ভ্রমণের সুযোগ দিচ্ছে ট্রাভেল এজেন্সি ‘মেঘ’। যেকোনো বয়সের মানুষ এ সুযোগটি গ্রহণ করতে পারবেন। ছয় রাত ও পাঁচ দিনের এ ট্যুর প্যাকেজে মেঘালয়ের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করা যাবে।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, এ তিন মাস অবধি চলবে ট্যুর প্যাকেজটির কাজ। বর্ষার সময়ে মেঘালয়ের নির্মল প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের কাছে তুলে ধরাই ট্র্যাভেল এজেন্সির উদ্দেশ্য। নতুন এ ট্যুর প্যাকেজের নাম দেওয়া হয়েছে ‘ভ্যাক্স-ট্রিপ’ (Vax Trip)। এই ট্যুরে মাথাপিছু খরচ হবে প্রায় ২০ হাজার টাকা। যার মধ্যে বিমানের ভাড়াও রয়েছে।
বিজ্ঞাপন
কীভাবে যাবেন?
ট্যুরের প্রথম দিন যাত্রীরা তাদের নির্দিষ্ট স্থান থেকে প্রথমে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে অবস্থানরত ‘মেঘ’ এজেন্সি ম্যানেজার তাদের চেরাপুঞ্জির দিকে নিয়ে যাবেন। চেরাপুঞ্জি যেতে যেতে মনোরম নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করবেন যাত্রীরা।
কী দেখবেন?
ট্যুরের দ্বিতীয় দিন মেঘালয়ের একাধিক জলপ্রপাতের ভুবনমোহিনী দৃশ্য উপভোগের সুযোগ রয়েছে। নোহকালিকা জলপ্রপাতের রহস্যময় গুহা, সেভেন সিস্টার জলপ্রপাত এবং ডাইনথেলেন জলপ্রপাতের মনোমুগ্ধকর দৃশ্য দেখানো হবে ট্যুরিস্টদের। এরপর আরওয়া লুমশ্যানা গুহায় দর্শনার্থীরা কাটাবের জীবনের সেরা সময়। আরওয়া লুমশ্যানা গুহা থেকে ফিরে আসার পথে স্থানীয় দোকান থেকে মেঘালয়ের খাঁটি মধু ও নানাবিধ মসলা সংগ্রহের সুযোগ রয়েছে।
এছাড়া বাকি দিনগুলোতে মলিং গ্রাম, লিভিং রুট ব্রিজ, মওফালাং বনাঞ্চল ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে। এই ট্রিপ শেষ হবে গুয়াহাটিতে ফেরার মধ্য দিয়ে। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের জন্য কামাখ্যা মন্দির দর্শন ও পূজা করার ব্যবস্থাও রয়েছে।
বিশেষ অফার
সত্তরোর্দ্ধ বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য রয়েছে বিশেষ অফার। ‘মেঘ’ এজেন্সির ট্যুর প্ল্যানিংয়ের শর্ত অনুযায়ী তারা পরিবারের একজন সদস্যকে নিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন। তবে পরিবারের সদস্যকে নিয়ে যাওয়ার জন্য মেডিকেল চেকআপ এবং ফিটনেস পরীক্ষা করাতে হবে।
উল্লেখ্য, কম খরচের এই ট্যুরে শুধুমাত্র করোনা ভ্যাকসিন গ্রহণকারীরাই যেতে পারবেন।
এইচএকে/আরআর/এএ