বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ বলেছেন, ট্যুরিজম বোর্ড আস্থার জায়গায় পৌঁছাতে পারেনি। আস্থার সংকট রয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ-টোয়াব কর্তৃক আয়োজিত ''ট্যুর অপারেশন ও গাইডিং সম্ভাবনা ও চ্যালেঞ্জ'' শীর্ষক সেমিনারে মডারেটরের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গাইডিং প্রফেশনে অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং যেখানে প্রয়োজন সেখানে ফোর্স করতে হবে। আইডেন্টিটি ক্রাইসিস থাকবেই, তবে তা পার করতে হবে। আমাদের প্রমোশন দরকার, কিন্তু সে কাজটা যথাযথভাবে করতে পারিনি।

তিনি আরও বলেন, সরকার অনেকটাই এগিয়েছে, তবে বেশ স্লো। তার জন্য ফোর্স করতে হবে। ট্যুরিজম কর্মসংস্থান ও অর্থনীতির জন্যও একটা বড় স্থান।

টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টোয়াবের রিসার্চ রিলেটেড স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সৈয়দ সাজ্জাদ হোসেন মাহমুদ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন টোয়াব সদস্য মতিউর রহমান, ট্যুরস অ্যান্ড ট্রিপস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনাইদ ইসলাম জিয়া প্রমুখ। 

ওএফএ/এমজে