করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশে ভ্রমণের ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোথাও কোথাও সীমিত পরিসরে ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই বেড়েছে সচেতনতা। আজ আপনাদের জানাবো করোনা মহামারীতে ভ্রমণের সময় যেসব সচেতনতা অবলম্বন করতে হবে-

ব্যবহার করুন স্যানিটাইজার

ভ্রমণে স্যানিটাইজার সঙ্গে রাখুন। করোনা মহামারীতে নিরাপদ থাকতে নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করুন। পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণ করলে তাদেরকেও স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করতে হবে। 

নিরাপদ দূরত্ব মেনে চলুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সীমিত পরিসরে ভ্রমণ করুন। ভ্রমণের যত কম লোক নিয়ে ভ্রমণ করা যায় ততই ভালো। সবচেয়ে ভালো হয় একা একা ভ্রমণ করলে। বিশেষ করে জনসমাগম এড়িয়ে চলুন। নিরাপদ দূরত্ব মেনে চলুন।

নিজে মাস্ক পরুন, অন্যকেও উৎসাহিত করুন

করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে মাস্ক পরতে হবে। বিশেষ করে ভ্রমণের সময় মাস্ক পরা আবশ্যক। গাড়িতে থাকা অবস্থায় কিংবা হাঁটার সময়ও মাস্ক পরলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। তাছাড়া হাঁচি ও কাশি দেওয়ার সময়ে মুখে মাস্ক রাখা অনেক জরুরি।

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন

করোনা মহামারীতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত। নিয়মিত সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করুন। করোনা মহামারীর সময় ভ্রমণে যাওয়ার আগে ভ্যাকসিন গ্রহণ করতে পারেন। করোনা থেকে বাঁচার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। 

এইচএকে/আরআর/এএ