ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘১৮তম ঢাকা ট্রাভেল মার্ট’র শেষ দিন শনিবার (২০ মে)। মেলার শেষ দিনে প্রতিটি স্টলেই ভ্রমণপিপাসুদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তবে সকালে মেলায় দর্শনার্থীর চাপ কম দেখা গেছে। বিকেলে চাপ বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

শনিবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত মেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মেলা ঘুরে দেখা যায়, বেলা ১১টা থেকে মেলার কার্যক্রম শুরু হয়েছে। তারপর থেকে দর্শনার্থীরা টিকিট কেটে মেলায় প্রবেশ করছেন। তবে সকালে দর্শনার্থীর প্রবেশের চাপ কম। আয়োজকরা বলছেন, মেলায় আজকের শেষ দিন। আশা করছি সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীও বাড়বে। গতকাল ছুটির দিনে ভালোই দর্শনার্থী ছিল। 

লেক্সাস হলিউডের মার্কেটিং ডিরেক্টর স্বপন চন্দ সাহা ঢাকা পোস্টকে বলেন, আজকে মেলার শেষ দিন। দর্শনার্থীরা দুই দিন ঘুরে ফিরে দেখেছেন। আজকে সিদ্ধান্ত নেবেন। আশা করছি আজ দিন ভালো যাবে। 

তিনি আরও বলেন, আমাদের আজকে অনেক বিশেষ অফার চলছে, আর আমরা কে কোন দেশে যাবে, কোন বিমানে যাবে সেটাও উল্লেখ করে দিয়েছি। 

মেলায় আসা দর্শনার্থী আবু সালেহ ঢাকা পোস্টকে বলেন, কাশ্মীর যাব, তাই অফার দেখতে এসেছি। আমি ভ্রমণপ্রিয় মানুষ। সময় পেলেই ঘুরতে চলে যাই। মেলার কয়েকটি স্টল ঘুরেছি। দেখছি কে কী অফার দেয়। 

আরেক দর্শনার্থী আজাদ ফারুক বলেন, এক ছাদের নিচে সব ট্রাভেল শো পাওয়া মানে ভ্রমণপিপাসুদের জন্য বিশাল কিছু। ভ্রমণপিপাসুরা ভ্রমণে কিছু ছাড় পেলেই ছুটে বেড়ায়। আজকে হয়তো আমি কয়েকটি প্যাকেজ ক্রয় করব। 

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে বিশেষ ছাড় চলছে বলে জানিয়েছেন মেলায় সেলস ও মার্কেটিং বিভাগের দায়িত্বে থাকা আশিকুর রহমান। তিনি বলেন, আমাদের তিনটি ছাড় রয়েছে। দেশের মধ্যে ভ্রমণপিপাসুদের জন্য ১৫ শতাংশ, আন্তর্জাতিকে ১০ শতাংশ এবং আমাদের চলমান প্যাকেজের ওপরে জনপ্রতি ৫০০ টাকা ছাড় রয়েছে। 

মেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলা চলবে আজ রাত ৮টা পর্যন্ত। মেলার প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। যারা মেলার অংশ নেবে তাদের এন্ট্রি কুপনের ওপর প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে কায়রো, দুবাই, মালে, ব্যাংকক, কলকাতা, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট ভ্রমণের জন্য এয়ার টিকিট, তারকা হোটেলে রাত্রিযাপন, ফ্রি লাঞ্চ অথবা ডিনারের সুযোগ।

মেলার মূল আয়োজক ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করছে বেসরকারি খাতের এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা। ইউ-এস বাংলা এয়ারলাইনস ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড যথাক্রমে প্রিমিয়াম স্পন্সর এবং ব্যাংকিং পার্টনার হিসেবে পৃষ্ঠপোষকতা করছে।

এমএসআই/জেডএস