বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পরিবর্তন আনা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। 

এছাড়া বোর্ডের অন্যান্য সদস্যরা হচ্ছেন—অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা।

বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, এস.এন মঞ্জুর মোর্শেদ (সভাপতি-অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ), শিবলুল আজম কোরেশী (সভাপতি-ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ, এম জি নাসির মজুমদার (উপদেষ্টা ও সদস্য-বাংলাদেশ হোটেল অ্যান্ড গেস্টহাউজ ওনার্স অ্যাসোসিয়েশন) এবং পরিচালক (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এফবিসিসিআই), চেয়ারম্যান (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মনোয়ারা হাকিম আলী (প্রেসিডেন্ট- চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ)।

এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে গভর্নিং বডির সদস্য সচিব করা হয়েছে। 

আদেশটি পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এআর/কেএ