আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বাপক) অধীনে থাকা সব হোটেল মোটেলে ২৬ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

অতিথিরা রুম ভাড়ার ওপর কেবল এক দিনের জন্য এ ছাড় পাবেন।

মঙ্গলবার (২২ মার্চ) বাপকের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করবে বাপক। এছাড়াও সব হোটেল মোটেলের রুম ভাড়ার ওপর ২৬ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

এআর/এমএইচএস