সাকিব আল হাসান
নাম: সাকিব আল হাসান
জন্ম: ২৪ মার্চ ১৯৮৭, মাগুরা
বৈবাহিক অবস্থা: বিবাহিত (স্ত্রী - উম্মে আহমেদ শিশির)
খেলায় ভূমিকা: বাঁহাতি ব্যাটসম্যান এবং বাঁহাতি স্পিনার
দল: বাংলাদেশ, ঢাকা ডায়নামাইটস, খুলনা রয়েল বেঙ্গলস, রংপুর রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, মেলবোর্ন রেনেগেডস, বার্বাডোজ ট্রাইডেন্টস, ওরচেস্টারশায়ার, করাচি কিংস, ফরচুন বরিশাল, অ্যাডিলেড স্ট্রাইকার্স, জ্যামাইকা তালাওয়াস
সংক্ষিপ্ত জীবনী
সাকিব আল হাসান (জন্ম: ২৪ মার্চ ১৯৮৭) একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বাঁহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী (বিকেএসপি) সাকিব ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন। ২০০৯ সালে প্রথম তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হয়েছিলেন তিনি। আইসিসির দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘন করায় ২০১৯ সালে দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ করে আইসিসি, যার মাঝে অপরাধ স্বীকার করে নেওয়ায় এক বছরের নিষেধাজ্ঞা মওকুফ করা হয়। সে সময় নেতৃত্ব হারিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি ফের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের দায়িত্বে ফিরেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারের বেশি রান করেছেন সাকিব, উইকেট পেয়েছেন ৬০০'র বেশি। তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। ২০১৫ সালের জানুয়ারিতে ইতিহাসের প্রথম অলরাউন্ডার হিসেবে একসঙ্গে তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জন করেন এবং ২০১৭ সালের ১৩ই জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান (২১৭) সংগ্রাহক হন। তিনি টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান পূর্ণ করেন ৷ এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ৫০ উইকেট লাভ করেন। ২০১৯ সালের জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র ১৯৯ ম্যাচে ৫,০০০ রান ও ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সর্বশেষ খবর
নির্বাচিত খবর
কিছু ভুল হয়েছে আবার চেষ্টা করুন
কিছু ভুল হয়েছে আবার চেষ্টা করুন