মুশফিকুর রহিম
নাম : মুশফিকুর রহিম
জন্ম : ৯ মে ১৯৮৭, বগুড়া
বৈবাহিক অবস্থা : বিবাহিত (স্ত্রী - জান্নাতুল কিফায়েত মন্ডি)
খেলায় ভূমিকা : উইকেটরক্ষক, ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান
দল : বাংলাদেশ, দুরন্ত রাজশাহী, নাগেনাহিরা নাগাস, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টারস, করাচি কিংস, বরিশাল বুলস, রাজশাহী কিংস, খুলনা টাইগার্স, বেক্সিমকো ঢাকা
সংক্ষিপ্ত জীবনী
মুশফিকুর রহিম একজন বাংলাদশি ক্রিকেটার। তিনি উইকেটরক্ষক এবং ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রাক্তন শিক্ষার্থী মুশফিক ২০০৬ যুব বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে সিনিয়র অভিষেক হয় তার। ২০০৬ সালে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত হন মুশফিক। মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৮ সালের নভেম্বরে মিরপুরে তার করা ২১৯ রান এখনো বাংলাদেশের জার্সিতে ব্যক্তিগত রানের সর্বোচ্চ ইনিংস। ক্রিকেট ইতিহাসে একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে একের অধিক ডাবল সেঞ্চুরির মালিক তিনি। ২০১১ সালে প্রথম বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পান মুশফিক। বাংলাদেশকে ৩৪ টেস্ট, ৩৭ ওয়ানডে এবং ২৩ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।