মামনুন হাসান ইমন
চিত্রনায়ক ইমন ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-এ পার্শ্ব চরিত্রে দিয়ে অভিনয় জগতে পদচারণা শুরু। পাশাপাশি নাটকে নিয়মিত হোন তিনি। তবে শুরুতে বাংলা নাটক দিয়েই জনপ্রিয়তা পান ইমন।
২০০৮ সালে চিত্রনায়ক ইমনের যাত্রা শুরু। অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে ‘এক বুক ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেন। এরপর ছোটর্দায় নিয়মিত তাকে দেখা গেলেও ধীরে ধীরে সরে আসেন। পুরোদমে চিত্রনায়ক পরিচয়ে পাওয়া যায় তাকে।
২০০৯ সালে ইমন অভিনয় করেন ‘সবাই তো ভালোবাসা চায়’ সিনেমায়। এখানে জুটি বাঁধেন চিত্রনায়িকা পূর্ণিমার বিপরীতে। একই বছর আরো দুটি চলচ্চিত্রে অভিনয় করেন। পরের দু’বছর বেশ কয়েকটি সিনেমায় ইমন অভিনয় করলেও পুরোদমে তখনো পাওয়া যায়নি তাকে।
২০১২ সালে ‘লাল টিপ’ সিনেমা দিয়ে আবারো আলোচনায় আসেন ইমন। এই চলচ্চিত্র দিয়ে কুসুম শিকদারের সঙ্গে জুটি বাঁধেন তিনি।
এখন পর্যন্ত প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করেন ইমন। তবে বড় বাজেটে বা ‘বিগ হিট’ জুটেনি তার ক্যারিয়ারে। তার সমসাময়িক অনেকে সিনেমায় এসে আবারো নাটকে ফিরেছেন। সেই জায়গা থেকে সিনেমায় নিজের ক্যারিয়ারে থিতু হতে চেষ্টা করে গেছেন তিনি।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ও ‘পাসওয়ার্ড’ দিয়ে শাকিব খানের সঙ্গে অভিনয় করেন ইমন। এই দুটি চলচ্চিত্র তার সফলতাকে এগিয়ে নিয়ে যায়। এছাড়া ‘পাসওয়ার্ড’-এর জন্য ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতার সম্মাননা পান।
২০১০ সালে বিয়ে করেন ইমন। যদিও বিষয়টি গোপন রাখেন দীর্ঘ দিন। স্ত্রী আয়শা ইসলাম আশা একজন ফ্যাশন ডিজাইনার। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি ফেসবুকে ছবির মাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন তিনি।