ইডেন মহিলা কলেজ
ইডেন মহিলা কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি মহিলা কলেজ। সচরাচর একে ইডেন কলেজ বলা হয়। এটি ঢাকার আজিমপুর এলাকায় অবস্থিত। এই কলেজটি প্রাচীন, ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এটি তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সী বা বাংলা প্রদেশে উচ্চ শিক্ষার জন্য প্রথম মহিলা কলেজ। ১৯৬৩ খ্রিস্টাব্দে বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। বর্তমানে এই কলেজ টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের একটি। ইডেন মহিলা কলেজের উৎপত্তি হয়েছিল ব্রাহ্মন মেয়েদের জন্য “শুভ স্বাধিনি সেবা” নামক একটি মানব হিতৈষী সংস্থা কর্তৃক ঢাকায় ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত একটি স্কুল থেকে। ১৮৭৮ সালে গভর্নর লেফটেনেন্ট স্যার অ্যাসলে ইডেন এর নামানুসারে বিদ্যালয়টির নাম ইডেন বালিকা বিদ্যালয় রাখা হয়। ১৯৪৭ সালে প্রাদেশিক সরকার এই ভবনে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অধিগ্রহন করে এবং ইডেনকে কার্জন হলের একাংশে স্থানান্তরিত করা হয়। এরপর কামরুননেচ্ছা স্কুল এন্ড কলেজের সাথে একিভূত হওয়ার পরিকল্পনা থেকে এটি স্থানান্তরিত হয় পুরান ঢাকার বকশি বাজারে। কামরুন্নিসা কলেজ বিলুপ্ত হয়ে ১৯৫৮ সালে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ অংশ একত্রিত হয়ে বর্তমান নাম ইডেন মহিলা কলেজ হয়। ১৯৬২ সালে এটি আবারো কামরুন্নিসা কলেজ থেকে আলাদা হয়ে যায় এবং সর্বশেষ বর্তমান স্থানে অর্থাৎ আজিমপুরে ১৮ একর জায়গার উপর স্থানান্তরিত হয়। ইডেন বাংলার প্রথম সরকারি মহিলা বিদ্যালয়। সমগ্র ভারতবর্ষের মহিলা বিদ্যালয়ের মডেল মানা হত এই বিদ্যাপিঠকে। ১৮৯৬-৯৭ এর দিকে এর ছাত্রী সংখ্যা ছিল ১৬০ জন, ২০১৬ সালে প্রায় ৩৭,০০০।