বাইক পেলেন রেডএক্সের সেরা ৫ কর্মী
সেরা কর্মীদের সম্মাননা দিয়েছে অনলাইন লজিস্টিকস কোম্পানি রেডএক্স। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘রেডএক্স রিওয়ার্ড’ নামে এই সম্মাননা দেয় প্রতিষ্ঠানটি।
এক বিজ্ঞপ্তিতে রেডএক্স জানায়, কম সময়ে কোম্পানির সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন এসব কর্মীরা। পণ্য সরবরাহে তাদের ভূমিকার কারণে করোনাভাইরাসের মধ্যেও দেশজুড়ে উদ্যোক্তাদের ব্যবসা সচল ছিল। এ জন্য প্রথমবারের মতো কর্মীদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে রেডএক্সের দেশের সব কেন্দ্রের অধীনস্থ পণ্য সরবরাহকারী কর্মী, কেন্দ্র ব্যবস্থাপক এবং আঞ্চলিক প্রধানেরা অংশ নেন। তাঁদের মধ্যে সেরা পাঁচজন পণ্য সরবরাহকারী কর্মীর প্রত্যেককে পুরস্কার হিসেবে দেওয়া হয় মোটর বাইক। এ ছাড়া ৩৮ জন কেন্দ্র ব্যবস্থাপক এবং আঞ্চলিক প্রধানদের স্মার্টফোন, অ্যাপল ঘড়ি ও অর্থ পুরস্কার দেওয়া হয়।
২০২০ সালের মার্চে করোনা বিধিনিষেধ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে লজিস্টিকস কোম্পানি হিসেবে কার্যক্রম শুরু করে দেশীয় স্টার্টআপ শপআপের অঙ্গপ্রতিষ্ঠান রেডএক্স। মাত্র ছয় সপ্তাহের মধ্যে সারা দেশে ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলে তারা। নানা প্রতিকূলতার মধ্যেও সেবা প্রদান অব্যাহত রেখে দেশের উদ্যোক্তাদের ব্যবসা সচল রাখতে সাহায্য করে কোম্পানিটি।
অনুষ্ঠানে শপআপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আফিফ জামান বলেন, ‘সম্মুখসারির কর্মীদের স্বীকৃতি প্রদানের এমন উদ্যোগ শুরু করতে পেরে আমরা গর্বিত। সাধারণত আমরা সারা বছরই এসব কর্মীকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। তবে বড় পরিসরে কর্মীদের স্বীকৃতি প্রদানের আয়োজন এবারই প্রথম নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেডএক্স শপআপের মোট বিনিয়োগ ১১ কোটি মার্কিন ডলার, যা দেশে স্টার্টআপের ইতিহাসে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ। সম্প্রতি শপআপ ৭ কোটি ৫০ লাখ ডলারের ‘সিরিজ বি’ বিনিয়োগ পেয়েছে, যা দক্ষিণ এশিয়ায় প্রযুক্তিভিত্তিক বি-টু-বি কমার্স প্ল্যাটফর্মে সবচেয়ে বড় বিনিয়োগ।
এএ